Qatar ভিসা (A3) পাবার প্রসেস

Qatar 🇶🇦 ভিসা (A3) পাবার প্রসেস : অনেক মানুষের উপকারে আসতে পারে।

হঠাৎ করে কাতারে যাবার আমন্ত্রণ পেয়েছি। GSMA এর বিশাল ইভেন্টে কথা বলার জন্য। সকল খরচ ওরা বহন করবে। এখন যা অবস্থা চলছে, আমি ভেবেছিলাম কাতারের ভিসা পেতে মনে হয় অনেক ঝামেলা হবে। কিন্তু কাতারের ভিজিট ভিসা প্রসেস আমাকে সত্যিই মুগ্ধ করেছে। মাত্র ১ দিনের কম সময়ে ভিসা হয়েছে, তাও অনলাইনে (E-Visa), তাও মাত্র ৩,৩৪৩ টাকায়। মেয়াদ ৩ মাস। আমার পৃথিবীর অনেক দেশ ভ্রমণের সুযোগ হয়েছে কিন্তু উন্নত দেশের এতো সহজ আর সুন্দর সিস্টেম আমি মনে হয় দেখিনি। তাই ভাবলাম, শেয়ার করে দেই, অনেক মানুষের উপকার হবে।

কাতারের ভিসা আবেদন করতে প্রথমেই Hayya App ডাউনলোড করতে হবে অথবা hayya এর ওয়েবসাইট থেকেও করা যায়। এই অ্যাপটি বা ওয়েবসাইটটি এতটাই স্মার্ট যে মনে হয় AI দিয়ে অনেক কিছু Assist করে দেয়। যেমন পাসপোর্টের ছবি দিলে নির্ভুলভাবে সে নিজেই ফর্মের অনেককিছু লিখে দেয়।

ভিসার ৪ টা ধরন দেখলাম:

• A1 – Tourist Visa

• A2 – GCC Resident Visa

• A3 – যদি আপনার USA, UK বা Schengen running visa বা residency থাকে

• A4 – Companion of GCC Citizens

যে যেই ক্যাটাগরিতে পড়ে, সেভাবে এপ্লাই করবে।

আমি A3 ক্যাটাগরিতে আবেদন করেছি, আমার USA ভিসা আছে। পুরো প্রসেস মাত্র ১০ মিনিটে শেষ করেছি। কোনো ঝামেলা ছাড়াই শুধু যা যা লাগল:

• পাসপোর্টের স্ক্যান কপি

• নিজের ছবি

• আমার USA ভিসার স্ক্যান কপি

• কোথায় থাকব (হোটেলের নাম)

• ভ্রমণের তারিখ (যাওয়া ও আসার দিন)

ভালো ব্যাপার, কোনো ব্যাংক স্টেটমেন্ট বা সম্পদের লিস্ট কিছুই লাগেনি! আবেদনের প্রায় ২০ ঘণ্টার মধ্যে মেইল এলো টাকা দেওয়ার জন্য। ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট দেবার মাত্র ২ সেকেন্ডের মধ্যে ভিসা চলে এলো মেইলে পুরো সিস্টেম ডিজিটাল ও স্মার্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *